গাজীপুর সিটি নির্বাচন

সরেনি পোস্টার-বিলবোর্ড, ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৩

নির্ধারিত সময়ের মধ্যে সরানো হয়নি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট। এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

খোঁজ নিয়ে জানা যায়, নিজ উদ্যোগে পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট অপসারণ ও দেওয়ালে লিখন মুছে ফেলার অনুরোধ জানিয়ে ৮ এপ্রিল গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার অপসারণের সময় পার হলেও কোনো এসব সারাননি।

সরেনি পোস্টার-বিলবোর্ড, ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা মোড়, জয়দেবপুর শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের রঙিন পোস্টার ও বিলবোর্ড।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। কিন্তু সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। সরানোর নির্দেশ দিলেও শোনেনি। এ ধরনের কার্যক্রম সুস্পষ্ট লঙ্ঘন।

সরেনি পোস্টার-বিলবোর্ড, ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন

আরও পড়ুন: নিজ খরচে প্রচারণার পোস্টার-বিলবোর্ড সরানোর নির্দেশ

যারা নির্ধারিত তারিখের মধ্যে পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

পোস্টার বিলবোর্ড অপসারণের বিষয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল আহসান সরকার রাসেল বলেন, বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা সেসব পোস্টার লাগিয়েছে সবাইকে সেগুলো দ্রুত সরিয়ে ফেলার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।