পাঁচ টাকায় ঈদের নতুন জামা পেল শিশুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৩

ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে মাত্র পাঁচ টাকায় শিশুদের জন্য নতুন জামা বিক্রি করেছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও টাইম টু গিভ। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ নতুন জামা বিক্রি করা হয়।

এসময় প্রায় তিন শতাধিক শিশু ও তাদের অভিভাবকদের কাছে এ পোশাক বিক্রি করা হয়। সেই সঙ্গে বিক্রির টাকায় আরও পোশাক কিনে শিশুদের মাঝে বিতরণ করা হবে।

ঈদের নতুন জামা কিনতে আসা মাসদাইর এলাকার তানিয়া বলেন, সংসারের যে অবস্থা চলছে আশা করি নাই বাচ্চাদের জন্য ঈদের নতুন জামা কিনতে পারবো। দুদিন আগে শুনলাম এখানে নাকি মাত্র পাঁচ টাকায় নতুন জামা বিক্রি করবে। আজ এসে নতুন জামা কিনেছি। জামা দেখে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। তাদের খুশিতে আমরাও খুশি।

একইভাবে নাতিকে নিয়ে নতুন জামা কিনতে এসেছিলেন জবেদা খাতুন। তিনি বলেন, আমার ছেলের কোনোরকম সংসার চলে। ঈদে নতুন জামা কিনে দেয়ার সামর্থ্য ছিল না তার। তাই এখানে নাতিকে নিয়ে এসেছি নতুন জামা কিনে দেওয়ার জন্য। জামা দেখে আমার নাতি অনেক খুশি। তার পছন্দ হয়েছে নতুন জামা। যারা এ আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি।

টিম খোরশেদের দলনেতা আফরোজা খন্দকার লুনা জাগো নিউজকে বলেন, হতদরিদ্র অভিভাবকরা ও শিশুরা যেন দান গ্রহণের হীনমন্যতায় না ভোগেন এবং কেনাকাটা করার আনন্দ পান সেজন্য তাদের কাছ থেকে নামমাত্র পাঁচ টাকা করে নেওয়া হয়েছে। তাদের খুশি দেখে আমাদের মনটা ভরে গেছে। ভবিষ্যতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

টিম খোরশেদের সমন্বয়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জাগো নিউজকে বলেন, ধনী গরিব সবাই যেন এক সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারি সেজন্য আমাদের এ প্রচেষ্টা। আমরা ইচ্ছা করলে এমনিতেই বিতরণ করতে পারতাম। কিন্তু কেউ যেন নতুন জামা গ্রহণ করতে গিয়ে কোনো ধরনের হীনমন্যতায় না ভোগেন এজন্য নামমাত্র পাঁচ টাকা করে মূল্য নিয়েছি। সেই সঙ্গে এ পাঁচ টাকা বিক্রি করে যে টাকাগুলো হবে সেই টাকাও আবার বিতরণ করে দেওয়া হবে।

এ সময় টিম খোরশেদের উপ-সমন্বয়ক রানা মুজিব, জয়নাল আবেদীন, শওকত খন্দকার ও নাজমুল কবির নাহিদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।