গাজীপুরে থাই এ্যালুমিনিয়াম কারখানায় আগুন
গাজীপুরে বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কিছু সময়ের মধ্যে গাজীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।
তিনি জানান, বিকেল ৪টা ৪৫মিনিটেরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম