বান্দরবান পৌরসভার মেয়র আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:০৫ এএম, ১৫ এপ্রিল ২০২৩

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী মারা গেছেন। শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী আশুতোষ কুমার দে আশু জানান, ১৩ এপ্রিল রাতে মেয়রের শরীরে জ্বর আসে। পরদিন সকালে শারীরিক পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে সেদিনই চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে ১৫ এপ্রিল সকালে নিম্ন রক্তচাপ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আরও পড়ুন: মঙ্গলবার বান্দরবান পৌর মেয়রের দায়িত্ব নিবেন বেবী 

মো. ইসলাম বেবী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান আমলে বান্দরবান মহুকুমা শাখার প্রথম প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, যুগ্ম-সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সাল থেকে বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ও ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভার মেয়র নির্বাচিত হন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।