মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ, আটক-১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আব্দুল হান্নান (৫২) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. আব্দুল হান্নান মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি পেশায় মাহিন্দ্রচালক।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গার ওয়াছু থেকে মাহিন্দ্রযোগে ভারতীয় ওষুধ খাগড়াছড়ি নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ধরা পড়েন। পরে মাহিন্দ্রা থেকে দুই লাখ ৬৪০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে। এসময় পরিবহন কাজে নিয়োজিত মো. আব্দুল হান্নানকে আটক করা হয়।

আরও পড়ুন: বসতঘর থকে সোয়া ৬ লাখ ভারতীয় ওষুধ জব্দ

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, মো. আব্দুল হান্নানকে থানায় হস্তান্তর করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ আমদানি রোধে সেনাবাহিনী কাজ করছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।