ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৬ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। রোববার লাকী ইয়াসমিন নামে এক নারী সিনিয়র জুডিশিয়াল আদালতে পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। আদালত মামলাটি নথিভুক্ত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, সদর মডেল থানা পুলিশের এসআই মো. আব্দুর রহিম সরকার ও মো. মাসুদ।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের লাকী ইয়াসমিনের দায়েরকৃত অভিযোগে বলা হয়, একটি মিথ্যা মামলায় তার স্বামী ও প্রতিবন্ধী সন্তানের গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত ২৫ জানুয়ারি রাতে ওই দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ বাদী লাকী ইয়াসমিনের বাড়ি ঘিরে ফেলে। এ সময় স্বামী ফায়েজ আহমেদ ও প্রতিবন্ধী সন্তান দীপুকে ধরে নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে এসআই আব্দুর রহিম সরকার বাদীর মোবাইল ফোনে একাধিকবার কল করে ৩০ হাজার টাকা দাবি করেন।

২৬ জানুয়ারি দুপুরে এসআই আব্দুর রহিমকে ১০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়। এসআই মো. মাসুদ এসব ঘটনা প্রত্যক্ষ করেন ও ঘুষ গ্রহণে এসআই আব্দুর রহিমকে প্ররোচনা দেন।

এ বিষয়ে কথা বলার জন্য এসআই আব্দুর রহিম ও এসআই মাসুদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায় নি। তাদের দু’জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, অভিযোগ তদন্তে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।