বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে দোকানের ওপর পড়েছে। এতে তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকার পর বিকল্প উপায়ে চালু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজ করছিল বিআরটি প্রকল্পের একটি ক্রেন। সেটি দিয়ে সেতুতে গার্ডার তোলা, বড় বড় লোহার বস্তু উঁচুতে উঠানোসহ ভারী কাজে ব্যবহার করা হচ্ছিল। হঠাৎ ক্রেনটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের দোকানের ওপর গিয়ে পড়লে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম বলেন, আমি দূরে আছি। তবে পুলিশের কাছ থেকে যতটুকু শুনেছি, ক্রেনটি আড়াআড়িভাবে উল্টে গিয়েছে এবং দুই-তিন জন আহত হয়েছে।

তিনি বলেন, আজ ওখানে ক্রেনটির কোনো কাজ ছিল না। তবে কেন সেটি উল্টে গেলো তা পরে বলতে পারবো। আমরা আপাতত আহতদের চিকিৎসার ব্যবস্থা করাচ্ছি। এছাড়া মহাসড়ক থেকে উল্টে যাওয়া ক্রেনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।