ফরিদপুরে বারী প্লাজা মার্কেটের গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৩৩ এএম, ১৬ এপ্রিল ২০২৩

ফরিদপুর শহরে বারী প্লাজা মার্কেটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে ছয়তলা মার্কেটটির চতুর্থ তলায় আগুন লাগে।

এতে ব্যবসায়ী আজম শেখ নামে এক ব্যবসায়ীর দুটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এদিন গোডাউনে থাকা পার্টি স্প্রে, বডি স্প্রেসহ বিভিন্ন প্রসাধনী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দ হয়। এসময় মার্কেটের প্রথম, দ্বিতীয়, তৃতীয়তলার পোশাক ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে নিজেদের মালামাল সরিয়ে নিতে থাকেন।

jagonews24

ফরিদপুর জেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিসে কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রসাধনীর গোডাউনটিতে পারফিউম ও পার্টি স্প্রে থাকায় সেগুলোর বিস্ফোরণ হয়।

তিনি আরও বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় অন্য গোডাউনগুলোতে ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এনকেবিএন/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।