কুষ্টিয়ায় প্রতিবন্ধীদের মাঝে পুনাকের ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে কুষ্টিয়ায় সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকালে পুনাক কুষ্টিয়ার সভানেত্রী ও জেলা পুলিশ সুপারের সহধর্মিণী দিলরুবা আলম প্রধান অতিথি থেকে ৭৫ জন সুবিধাবঞ্চিতের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন।

এসময় তিনি বলেন, আমাদের সামান্য সামর্থ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও পুনাক কুষ্টিয়ার এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ইন্সপেক্টর (নারী প্রত্যয়) সৈয়দা রেশমা খানম ও পুনাক কুষ্টিয়ার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আল মামুন সাগর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।