পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৩
সাজাপ্রাপ্ত ফুলমালাকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে

ফরিদপুরে পরকীয়ার জেরে স্বামী নির্মল মিত্রকে হত্যার দায়ে ফুলমালা মিত্র (৩৮) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি ফুলমালা মিত্র আদালতে হাজির ছিলেন। তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, নিহত নির্মল মিত্র একজন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি মধুখালী উপজেলার মেঘচামি গ্রামের নববন গ্রামের বাসিন্দা নিমাই মিত্রের ছেলে। নির্মলের স্ত্রী ফুলমালার সঙ্গে তার মেয়ের শ্বশুর নীল কমল মন্ডলের অনৈতিক সম্পর্ক তৈরি হয়। বিষয়টি ফুলমালার স্বামী নির্মল মিত্র জেনে গেলে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ অবস্থায় ২০২১ সালের ১২ জানুয়ারি নিজ বাড়ি থেকে নির্মল মিত্রের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নিহতের ছোট ভাই পরিমল মিত্র বাদী হয়ে ফুলমালা ও নীল কমল মন্ডলকে আসামি করে ১৩ জানুয়ারি মধুখালী থানায় হত্যা মামলা করেন। ১৪ জানুয়ারি ফুলমালার মেয়ের শ্বশুর নীল কমল বিষপানে আত্মহত্যা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তোতা মিয়া ওই বছরের ১ এপ্রিল ফুলমালাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওয়াব আলী মৃধা জাগো নিউজকে বলেন, মেয়ের শ্বশুরের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য স্বামীকে হত্যা করেন ফুলমালা। এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সমাজের শৃঙ্খলা বিধানে এ রায় ভূমিকা রাখবে।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।