ভারতীয় হাইকমিশনার

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ভারত কাজ করবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৮ এপ্রিল ২০২৩
উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের পাশে ভারত সরকার সব সময় থাকবে। সেটি শুধুমাত্র শিক্ষা ও গবেষণার মধ্যে আবদ্ধ থাকবে না। প্রয়োজন হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে রাজশাহী নগরীর একটি অভিজাত হোটেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা জানান।

এ সময় ভারতীয় হাইকমিশনারের স্ত্রী মিসেস মনু ভার্মা, সহকারী হাইকমিশনার মনোজ কুমার ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারিও ছিলেন।

এ সাক্ষাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজম ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন। সেই সঙ্গে তিনি দুদেশের মধ্যে গবেষণা, শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন ও বিনিময়ের বিষয় উত্থাপন করেন৷

উপাচার্য আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সুদীর্ঘ বন্ধুত্বের সেতু হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা উপাচার্যের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

এম এ মালেক/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।