ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র মেথুকে দুদকে তলব
ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থপাচার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৭ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী কমিশনার মাহবুবুল আলম সই করা চিঠিতে বলা হয়েছে, দুনীতি দমন কমিশন আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা মতে উপযুক্ত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। আগামী ৩ মে সকাল ১০টায় পত্র সাক্ষরকারীর দপ্তরে হাজির হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।
দুদক ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি আমাদের ঢাকা অফিস দেখছে। এই ফাইলটি নিয়ে দুদকের ঢাকা কার্যালয় থেকে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কোনো সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করবো।
এ বিষয়ে শেখ মাহতাব আলী মেথু বলেন, দুদকের কোনো চিঠিই এখন পর্যন্ত আমি পাইনি। তবে আমি যে কোনো তথ্য দিতে এবং যে কোনো পরিবেশ মোকাবিলা করতে প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই ফরিদপুরের একটি মহল আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। হয়তো তাই অংশ হিসেবে এই চিঠি আমাকে পাঠানো হয়েছে।
ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলায় শেখ মাহতাব আলী মেথুর তার নাম আলোচনায় আসে। তিনি প্রথম ফরিদপুর পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন এরপর ২০০২ সালে কয়েক মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। এর দেড় বছর পর আবার মেয়রের চেয়ারে আসীন হন মেথু। সবশেষ ২০২১ সালের নির্বাচন না করায় জানুয়ারি মাসে তিনি ওই চেয়ার থেকে সরে যান।
এন কে বি নয়ন/এমআরআর/এমএস