মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৭ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আমিনুল ওরফে লিটন নিহত হয়েছেন। সোমবার ভোররাতে মাগুরা-ফরিদপুর সড়কের কুছুন্দী বড়ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ১টি গাছ কাটার করাত, ১টি চাপাতি, রামদা ও শাবল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, লিটনের নেতৃত্বে একদল ডাকাত নৈশ্য কোচে ডাকাতির জন্য রাস্তার ধারের গাছ কেটে অপেক্ষায় ছিল। এসময় টহল পুলিশ ডাকাত দলকে চ্যালেঞ্জ করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা।

জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে তাদের সর্দার আমিনুল ওরফে লিটন গুলিবিদ্ধ হয়। তবে ডাকাত দলের বাকি সদস্যরা পলিয়ে যায়। পরে লিটনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিটনের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ ।

মো. আরাফাত হোসেন/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।