ঈদুল ফিতর

বোনাস না পেয়ে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৮ এপ্রিল ২০২৩
মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঈদ বোনাস ও অর্ধেক মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন হংকং সাংহাই মানজালা টেক্সটাইল মিলস নামে একটি কারখানার শ্রমিকরা। পুলিশ মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করলে অবরোধ তুলে নেওয়া হয়।

jagonews24

কারখানার শ্রমিক, কর্মকর্তা, পুলিশ জানান, শ্রীপুরের নয়নপুর এলাকার হংকং সাংহাই মানজালা টেক্সটাইল মিলস নামে কারখানার শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের অর্ধেক মাসের বেতনের দাবিও ছিল। ঈদের সময় ঘনিয়ে এলেও ঈদ বোনাস ও শ্রমিকদের অর্ধেক মাসের বেতন পাচ্ছিলেন না। তাই মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

কারখানার শ্রমিক রিং অপারেটর সুমিন আকতার বলেন, ঈদের মাত্র কয়েকদিন বাকি। এখনো আমাদের ঈদ বোনাস দেয়নি কর্তৃপক্ষ। আমরা একাধিকবার বলার পরও তারা শুনছে না। তাই বাধ্য হয়েই মহাসড়ক অবরোধ করছি।

আরেক শ্রমিক সজিব বলেন, আমাদের কোনো কথাই তারা শুনছে না। অর্ধেক মাসের বেতন চেয়েছি, বোনাস চেয়েছি। তারা আমাদের ঈদ বোনাস দিক। কিন্তু কোনো কিছুই দিচ্ছে না। আমাদের যা বেতন দিয়েছে তা দিয়ে ঘর ভাড়া ও দোকান বাকি পরিশোধ করেছি। এখন হাত একেবারেই খালি। ঈদ বোনাস আর অর্ধেক মাসের বেতন না হলে ঈদটাই মাটি হয়ে যাবে।

jagonews24

এ বিষয়ে কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা উজ্জ্বল আহমেদ জাগো নিউজকে বলেন, চলতি মাসের বেতন আমরা ১৫ তারিখে দিয়েছি। ঈদ ছুটির আগেই আমরা বোনাস দেবো। এছাড়া যদি অন্য কেউ অর্ধেক মাসের বেতন দেয় তাহলে আমরাও দেবো। বিষয়গুলো নিয়ে কারখানায় আলোচনা হচ্ছে এমন সময় শ্রমিকরা মহাসড়কে চলে গেছে।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জাগো নিউজকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ও কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি মেটানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।