অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৯ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভোলাবো স্বর্ণখালি সড়কের পূবেরগাঁও (মানিকের সড়ক) এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। তবে এখন পর্যন্ত নিহত ব‍্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভোলাবো তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

তিনি বলেন, স্বর্ণখালি বাজার-ভোলাবো সড়কের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মিজানুর আরও বলেন, ধারণা করা হচ্ছে গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।