তিস্তা চরের দুস্থরা পেলেন আরসিবির খাদ্য সামগ্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৯ এপ্রিল ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলের প্রান্তিক ৭০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (আরসিবি) নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদরের তিস্তার চরাঞ্চলের অসুস্থ, কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল এবং সয়াবিন তেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আরসিবির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি সরকার মাজহারুল মান্নান, উপদেষ্টা সরকার মনজুরুল মান্নান নাজমুন, সভাপতি সরকার হোজায়ফা হাবিব, দপ্তর সম্পাদক আহসান হাবিব নয়ন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সহ-সাংগঠনিক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, সহ-অর্থ সম্পাদক কিফায়েত হোসেন আলিফ, সদস্য হাফিজুর রহমান, মো. আবু রায়হান, মো. রাকিবুল ইসলাম, মো. জিহাদ মিয়া, মো. শামিম হোসেন, মো. শাহিন মিয়া প্রমুখ।

আরসিবির সদস্যরা সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল আট কেজি চাল, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি ডাল।

খাদ্য সামগ্রী পেয়ে প্রান্তিক মানুষেরা জানান, ঈদের আগ মুহূর্তে এসব খাদ্য সামগ্রী অনেক উপকারে আসবে।

আরসিবি উপদেষ্টা মন্ডলীর সভাপতি সরকার মাজহারুল মান্নান বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।