গাজীপুর সিটি নির্বাচনে মেয়রসহ ৩৮৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ৩৮৮ প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছন।
নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (এপ্রিল) বিকেল পর্যন্ত মেয়র পদে ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, সরকার শাহনুর ইসলাম, রাজু আহমেদ, মো. আবুল হোসেন ও মো. হারুন অর রশীদ।
এছাড়া ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৯৮ জন, ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮১ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ছয় জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে তিন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গাজীপুর সিটি নির্বাচনে আগামী ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম