ঈদযাত্রা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট
ঈদুল ফিতর কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। তবে মহাসড়কের কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়নি।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।
আরাফাত সুমন নামে এক চাকরিজীবী বলেন, ঈদের দুর্ভোগ এড়াতে আরও দুইদিন আগেই পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। আর আমি গ্রামের দিকে রওয়ানা দিয়েছি। মহাসড়কে অন্যবারের তুলনায় এবারের অবস্থা বেশ ভালোই মনে হচ্ছে। আশা করছি, কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যস্থলে যেতে পারবো।

পরিবার নিয়ে সাইনবোর্ড থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শাহরিয়ার দিপ্ত। কথা হলে তিনি জাগো নিউজকে বলেন, মহাসড়কে যানজট না থাকলেও তীব্র গরমে পরিবারের সবার অবস্থা খুব খারাপ। সাইনবোর্ড থেকে কাঁচপুর তাড়াতাড়ি চলে এলেও মদনপুরে আসতে কিছুটা দেরি হয়েছে। এখানে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।
মাহিম আহমেদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, সবসময় ঈদ গ্রামের বাড়িতেই করা হয়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মহাসড়কে যানজট না থাকায় এক প্রকার স্বস্তি কাজ করছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম বলেন, সকালের দিকে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ছয়টি মোবাইল টিম, তিনটি মোটরসাইকেল টিম, একটি অ্যাম্বুলেন্স টিম রয়েছে।
তিনি আরও বলেন, মহাসড়কে যে কোনো যানবাহন বিকল হয়ে গেলে কিংবা কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে তা দ্রুত সরানোর জন্য দুটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। আশা করছি, অন্যবছরের তুলনায় এবছর ঈদযাত্রা আরও স্বস্তির হবে।
রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এএসএম