শেষ মুহূর্তে জমে উঠেছে রাঙ্গামাটির ঈদ বাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:১২ পিএম, ২০ এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র দু’দিন। শেষ মুহূর্তে জমে উঠেছে রাঙ্গামাটির ঈদ বাজার। ভিড় বেড়েছে শপিংমলগুলোতে।

রাঙ্গামাটি শহরের বনরুপা ও রিজার্ভ বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়। তুলনামূলক দাম বেশি দাবি ক্রেতাদের, অন্যদিকে বিক্রেতারা বলছেন আশাঅনুরূপ ক্রেতার দেখা মিলছে না এবার।

পরিবার নিয়ে শপিং করতে আসা পপি আক্তার বলেন, বাচ্চাদের কেনাকাটা শেষ। আগেতো তাদের খুশি, তাই তাদেরটা আগে।

jagonews24

আরেক ক্রেতা ফেরদৌস খাঁন বলেন, এখনতো সবকিছুর দাম বাড়তি। সে অনুপাতে কাপড়ের দামও বাড়তি। বাড়তি হলেও বছরে একটা ঈদ খুশির দিন। কাপড়-চোপড়তো কিনতে হয়। আমি একটা পাঞ্জাবি, দুইটা প্যান্ট, দুইটা শার্ট ও একটা টিশার্ট নিয়েছি বাকি আছে জুতা। সেটা একটু দেখেশুনে তারপর নেবো।

বনরুপা দেশ ফ্যাশন হাউজের পার্টনার আলী হোসেন জানান, ক্রেতা আস্তে আস্তে বাড়ছে এবং বেচাকেনা মোটামুটি হচ্ছে।

নিউ কালেকশন শাড়ি বিতানের স্বত্তাধিকারী রূপন দে বলেন, এ বছর কাপড়ের দাম আগের বছরের তুলনায় কিছুটা বেশি। দেখতেই পারছেন সব কিছুর কেমন দাম। তার ওপর ঢাকার বাজারে আগুন। সব মিলে দামটা একটু বেশি। তবে ক্রেতাদের ভালো সাড়া আছে। চাঁদরাত পর্যন্ত আশা করছি এরকম সাড়া থাকবে।

মিতা সু’র স্বত্তাধিকারী মো. ফারুক বলেন, জুতার চাহিদা রয়েছে ভালো। এখন পর্যন্ত আশাঅনুরূপ ব্যবসা ভালো হয়েছে। বাকি যে কয়দিন আছে এতেও ব্যবসা ভালো হবে বলে আশা করছি।

সাইফুল উদ্দীন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।