যশোরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২০ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সালেহ আহমেদ (৬০) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে নালিয়া গ্রামের খালকান্দা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

যশোর হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাছ ধরতে যান বৃদ্ধ সালেহ আহমেদ। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে দাইতলা গ্রামের মনসুর আলীর ছেলে শাহীন (৪০) তার মাথায় বাঁশ দিয়ে সজোরে আঘাত করেন। এতে বৃদ্ধ সালেহ আহমেদের মাথা ফেটে যায়। এ সময় স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সালেহ আহমেদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। আর অভিযুক্ত শাহীনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

সালেহ আহমেদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। কিন্তু ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর পর দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পুলিশ নিহত সালেহ আহমেদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সালেহ আহমেদ নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহীনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।


মিলন রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।