এমসি কলেজে পাইপগানসহ আটক ২


প্রকাশিত: ১১:১২ এএম, ০৭ মার্চ ২০১৬

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ কলেজ ক্যাম্পাসে এ অভিযান চালিয়ে ৪ টি রামদা এবং ১ টি পাইপগানসহ দুইজনকে আটক করেছে। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশের হস্তক্ষেপে বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও এমসি কলেজের আশেপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বন্ধ রয়েছে কলেজ ক্যাম্পাসের আশেপাশ এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান।

এর আগে দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সঞ্জয়-কামরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিও বিনিময় হয়। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০জন।

ছামির মাহমুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।