ছুটি শেষে কর্মে ফিরছে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটি শেষে ফের রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীতে ফেরা মানুষের চাপ বাড়তে থাকে।

এর আগে ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছাড়েন উত্তরাঞ্চলের বহু মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবার ফিরতে হচ্ছে চিরচেনা নগরীতে।

এবার ঈদযাত্রা যানজট না থাকায় অনেকটা স্বস্তির হলেও অতিরিক্ত তাপপ্রবাহ অস্বস্তির কারণ হয়েছিল ঈদে ঘরে ফেরা মানুষের।

SHIRAJGANG-(1).jpg

আরও পড়ুন: ঈদের ছুটি শেষ, মলাপুরে মানুষের উপচেপড়া ভিড়

দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম কড্ডার মোড় এলাকায় পরিবহন চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরার চাপ থাকবে মঙ্গলবার পর্যন্ত। সকাল থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকার গাবতলী, সায়েদাবাদ, শ্যামলী, কল্যাণপুর, যাত্রাবাড়ীতে ফিরেছে অনেক বাস। যার সবগুলোই ছিল যাত্রীতে পরিপূর্ণ।

লিটন সেখ নামের এক যাত্রী জাগো নিউজকে জানান, নাড়ির টানে ঢাকা ছাড়লেও আবার কর্মের প্রয়োজনে ফিরতে হয়েছে। একদিন ছুটি বেশি কাটালে ঈদের ছুটির টাকা অফিস কেটে নেবে তাই চলে যাচ্ছি।

SHIRAJGANG-(1).jpg

দুপুরে কড্ডা থেকে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল ওয়াহেদ। তিনি জাগো নিউজকে বলেন, আজ থেকে অফিস শুরু। চাইলেও একদিন বেশি ছুটি কাটানোর সুযোগ নেই।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বাড়লেও এখন পর্যন্ত যানজট সৃষ্টি হয়নি।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।