সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
সিরাজগঞ্জে মাদক মামলায় রোকসানা বেগম (৪৫) নামের এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রোকসানা বেগম সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর ২ নম্বর গলি মহল্লার মৃত নুরুল ইসলাম মোহনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট দুপুরে বাড়িতে অভিযান চালিয়ে রোকসানাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে ১৭০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে ২০১৭ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান র্যাব-১২ সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোকসানাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৪৩ গ্রাম ওজনের ৪১ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে মামলা করেন। এ দুই মামলায় আজ রায় ঘোষণা করেন আদালত।
এম এ মালেক/এসআর/এমএস