মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৭ মার্চ ২০১৬

নীলফামারীতে হারিজ উদ্দিন (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হারিজ উদ্দিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার গ্রামের মৃত লাল শাহের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ অক্টোবর রাতে হারিজ উদ্দিন চোরাই পথে ১৬ লিটার ফেনসিডিল এনে নীলফামারীর সৈয়দপুরে বিক্রি করছিল। এসময় সৈয়দুপর থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুর সবুর সৈয়দপুর শহরের গোয়ালপাড়া মহল্লা থেকে হারিজ উদ্দিনকে ফেনসিডিলসহ গ্রেফতার করে। ওই রাতেই সৈয়দপুর থানায় হারিজ উদ্দিনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ) ধারায় মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক আব্দুর সবুর।

দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আজিজুল ইসলাম প্রামানিক।

জাহেদুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।