কক্সবাজার সৈকতে গোসলে নেমে আরেক পর্যটক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

কক্সবাজারে সাগরে গোসলে নেমে হিমেল আহমেদ (২৪) নামের এক পর্যটক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে।

নিখোঁজের বন্ধুদের বরাত দিয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, শনিবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান, হিমেল আহমেদ ও মোহাম্মদ আরমান নামের তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় ওঠেন। মঙ্গলবার বিকেলে তারা সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নামেন। একপর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকেন।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেলো পর্যটকের

এসময় স্থানীয় লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও হিমেল আহমেদ ভেসে যান। পরে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজির করেও তার সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচ ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

এর আগে দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে মোহাম্মদ শাহজাহান নামের এক পর্যটকের। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।