শেরপুরে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৮ মার্চ ২০১৬

শেরপুর সদর উপজেলার মোবারকপুর এলাকার একটি ইটভাটা থেকে ইজিবাইক চালক আ. রেজ্জাক (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইজিবাইক চালকের বাড়ি কালিগঞ্জ এলাকায়। তার বাবার নাম আলফাজ উদ্দিন ভুলু। নিহত রেজ্জাকের পরিবারের সদস্যরা জানান, গতকাল (সোমবার) রাতে একই এলাকার মিল্টন ও সাগর নামের দুইজন যাত্রী হিসেবে ইজিবাইকে ওঠেন। এর পর থেকেই রেজ্জাকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সকালে (মঙ্গলবার) মরদেহ উদ্ধারের খবর পেয়ে মরদেহটি রেজ্জাকের বলে শনাক্ত করা হয়।

সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এছাড়া মিল্টনের বাসা থেকে রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা করা প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

হাকিম বাবুল/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।