বৈরী আবহাওয়ায় চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর নৌরুটের সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী উত্তল হয়ে পড়ায় শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
চাঁদপুর নদী বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সাড়ে ৫টা থেকে ঢাকা, শরীয়তপুর, ভোলা, বরিশাল ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে পড়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
শাহাদাত হোসেন আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় এসময় ঘাটে বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা আটকা পড়েন। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেক যাত্রী নির্ধারিত গন্তব্যে না গিয়ে বাড়িতে ফিরে গেছেন।
এদিকে, বৈরী আবহাওয়া ও যানবাহন কম থাকায় চাঁদপুর শরীয়তপুর নৌরুটের ফেরি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। যদিও রাত ৯টা নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চলাচল চালু হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের ম্যানেজার ফয়সাল আহমেদ।
চাঁদপুর থেকে ঢাকা, শরীয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটে প্রতিদিন প্রায় ৫০টি লঞ্চ যাতায়াত করে।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/জিকেএস