কারখানায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০১ মে ২০২৩

গাজীপুর মহানগরীতে একটি পোশাক কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর দক্ষিণ জরুন এলাকার মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার দিদারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জাগো নিউজকে বলেন, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটে। এ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- মো. ফজলুর (৬০) ক্লিনার, সবুর (৩৫) সুপার ভাইজার, সাহাবুল ইসলাম (৪৪) লাইন ম্যানেজার, চাঁন মিয়া (৪৫) নিরাপত্তা প্রহরী, আসলাম আলী (২৭) কাটিং মাস্টার মো. সোহেল (৫০) পথচারী, সোহেল রানা (২৪) নিরাপত্তা প্রহরী, আলমগীর (৩০), তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২), বাবুল (৩৫)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় ১৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্নে আনা হয়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।