ঘুমন্ত শিক্ষার্থীকে ডেকে তুলে মারধর করলেন এসআই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০২ মে ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে পেট্রোল পাম্পে ঘুমিয়ে থাকা এক শিক্ষার্থীকে ডেকে তুলে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্ত এসআই মাজহারুল হক গাজীপুরের কালীগঞ্জ থানায় কর্মরত।

জানা গেছে, উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর বিশ্বরোড চৌরাস্তায় কেএন এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের অফিসে ঘুমিয়েছিলেন এইচএসসি পরীক্ষার্থী রিফাত (১৮)। সোমবার (১ মে) দিবাগত রাত দুইটার দিকে কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক সাদা পোশাকে আরও চার পুলিশ সদস্য নিয়ে ওই পাম্পে প্রবেশ করেন। এ সময় পাম্পের অফিস রুমে ঘুমিয়ে থাকা শিক্ষার্থী রিফাতকে ঘুম থেকে ডেকে তুলে সোহাগ নামে একজনের মোবাইল নম্বর দিতে বলেন। তিনি নম্বর দিতে না পারায় কিছু বুঝে ওঠার আগেই মাথার চুল ও কান ধরে চড়-থাপ্পড় দিতে থাকেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশের এমন কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। থানার ওসির সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি।

এ বিষয়ে উপপরিদর্শক মাজহারুল হক বলেন, আমরা ওই পাম্পে একজন আসামি ধরতে গিয়েছিলাম। পাম্পে রিফাতের সঙ্গে থাকা একজনকে ডেকে তুলে তার কাছে সোহাগ নামের একজনের মোবাইল নম্বর চাই। তখন বিছানায় বসে রিফাত পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করছি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।