রেললাইনে পড়ে ছিল ক্ষতবিক্ষত মরদেহ
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মে) দিনগত রাতের কোনো একসময় উপজেলার চং ধুপইল ইউনিয়নের শোভ গ্রামে রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে বিষয়টি জানাজানি হয়।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বাবলু জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। সকালে স্থানীয়রা লাইনের ব্রিজের নিচে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশনে খবর দেন।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস