আসামি ধরতে গিয়ে কলেজছাত্রকে মারধর, এসআই ক্লোজড

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৩ মে ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরতে গিয়ে রিফাত (১৮) নামের এক কলেজছাত্রকে মারধরের ঘটনায় কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হককে ক্লোজ করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) দিনগত রাত ১২টার দিকে তাকে কালীগঞ্জ থানা থেকে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

বুধবার (৩ মে) সন্ধ্যায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের একটি ঘটনায় আদালতের নির্দেশে সোমবার (১ মে) কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় আসামি ধরতে ইউনিয়নের আজমতপুর বিশ্বরোড চৌরাস্তার কেএন এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে যান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাজহারুল হক। সেখানে গিয়ে রিফাত নামের এক কলেজছাত্রের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে থাপ্পড় দেন এসআই মাজহারুল হক।

উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, ‘আসামি ধরতে গেলে ওই শিক্ষার্থী আমাদের কাজে বাধা দেয়। এসময় তাকে একটি থাপ্পড় দেই। কিন্তু পরে যখন জানতে পারি সে স্থানীয় একজন সাংবাদিকের ছেলে, তখন তাকে সঙ্গে নিয়ে তার বাড়িয়ে যাই। ওর বাবার কাছে দুঃখ প্রকাশ করেছি।’

তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর আমার পুরো আস্থা আছে। তারা যা ভালো মনে করেছেন, তাই করেছেন।

আব্দুর রহমান আরমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।