পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৭ শিক্ষককে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৪ মে ২০২৩
ফাইল ছবি

চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে কুমিল্লার বরুড়ায় এক কেন্দ্র থেকে সাত শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৩ মে) উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বরুড়া উপজেলার গালিমপুর টি সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার, মো. নোমান আহমেদ, এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, আবুল বাসার, ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদা বেগম, রাজামারা আলিম মাদরাসার শিক্ষক জামাল হোসেন এবং রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা বলেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে সাত শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আসে। পরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর তাদের পরীক্ষার ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।