হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৪ মে ২০২৩
পুলিশের হাতের গ্রেফতার হন মামলার তিন আসামি

নোয়াখালীর চাটখিলে হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি কাঠের রোয়া জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার রাতে চাটখিলের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি শোশালিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইয়াকুব (১৮), নিহতের চাচাতো ভাই ফয়েজ আহমদ (৬০) ও তার ছেলে রেদোয়ান হোসেন রাফি (১৮)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশের চারটি টিম একসঙ্গে কাজ করে। ঘটনার মূলহোতাসহ প্রধান তিন আসামিকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: চাচাকে পিটিয়ে মারলেন ভাতিজা

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মৃদন মিয়া জাগো নিউজকে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বুধবার বেলা ১১টার দিকে চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল বাশারকে (৪০) পিটিয়ে হত্যা করেন ভাতিজা রেদোয়ান রাফিসহ তার সহযোগীরা।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।