স্ত্রীর লাশ রেখে স্বামীর পলায়ন
রোববার যশোর হাসপাতালে গৃহবধূ তৃষ্ণা দেবনাথের (১৯) লাশ ফেলে পালিয়েছে তার স্বামী। বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত তৃষ্ণা দেবনাথ যশোরের বাঘারপাড়ার বালিয়াডাঙ্গা গ্রামের প্রবীন দেবনাথের স্ত্রী ও কেশবপুর উপজেলার ডোঙ্গাঘাটা গ্রামের তপন দেবনাথের মেয়ে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাইফুল জানান, রোববার বেলা ১১টার দিকে তৃষ্ণাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী প্রবীন দেবনাথ। এ সময় তিনি হাসপাতালে বলেন, তার স্ত্রী পড়ে গিয়েছিল। পরে বলেন, বিষ খেয়েছে। এরপর ডাক্তারের সাথে বলেন, গলায় দড়ি দিয়েছে। এরপরই হাসপাতাল থেকে সরে যান স্বামী প্রবীন দেবনাথ।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, গৃহবধূ তৃষ্ণাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।