গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৬ মে ২০২৩
ফাইল ছবি

গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলার আসামি লিপন মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ মে) রাতে গাইবান্ধা জেলা কারাগারের সুপার মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় লিপন মিয়ার মৃত্যু হয়। তিনি গাইবান্ধা পৌরশহরের জেলা হাসপাতাল রোডের সাইফুল ইসলামের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ করে লিপন মিয়া শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এসময় কারাগারেই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়। পরে ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেলা কারাগারের সুপার মো. নজরুল ইসলাম বলেন, মাদক মামলার আসামি লিপন মিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুপুরের দিকে গাইবান্ধা জেলা হাসপাতালে ওই আসামির ময়নাতদন্ত করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, মাদক মামলায় বৃহস্পতিবার রাতে লিপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় লিপন মিয়া শারীরিকভাবে সুস্থ ছিলেন। তার বিরুদ্ধে মাদক সেবনসহ চারটি মামলা রয়েছে।

শামীম সরকার শাহীন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।