মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৮ মে ২০২৩
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তবর্তী মহানন্দা নদীতে ডুবে মুশফিকুর রহমান মুশফিক (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) সন্ধ্যার আগে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত মুশফিক উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের খাবিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবার জানায়, বিকেলে শিশুটির বাবা মহানন্দা নদীতে মাছ ধরতে গেলে সেও পেছনে পেছনে যায়। এক পর্যায়ে সে মহানন্দার পাথর কোয়ারির গভীরে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ না দেখে খোঁজাখুঁজির পর ওই পাথর কোয়ারির পানি থেকে উদ্ধার করা হয়। পরে তেঁতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সফিকুল আলম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।