কালীগঞ্জে কুকুরের কামড়ে আহত অর্ধশত, এলাকায় আতঙ্ক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৯ মে ২০২৩
কুকুরের কামড়ে আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশত আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে কুকুরের কামড়ানো রোগীরা জরুরি বিভাগে আসতে শুরু করে। দুপুর পর্যন্ত ৪৮ রোগী হাসপাতালে এসেছেন।

ডা. জান্নাতুল ফেরদৌস আরও বলেন, আহতদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। পাশাপাশি নারী-পুরুষও চিকিৎসার জন্য এসেছেন। যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর ও ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কুকুরের কামড়ে আহত শিশু শাহীনের (৪) বাবা কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, আমার ছেলে বাড়ির উঠানে খেলা করছিল। এসময় হঠাৎ করে একটি পাগলা কুকুর এসে তাকে কামড়ে ধরে। এমন হলে তো আতঙ্কের বিষয়।

একই এলাকার মূলগাঁও গ্রামের বাসিন্দা কুকুরের কামড়ে আহত আড়াই বছরের শিশু ইব্রাহীমের বাবা আব্দুল গাফফার বলেন, আমার ছেলে ঘর থেকে বেড়িয়ে বাড়ির গেটে যেতেই পাগলা কুকুর কামড়ে ধরে। তার চিৎকার শুনে বেরিয়ে দেখি এ অবস্থা। ভয়ে কেউ এগিয়েও আসে না।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু জেনেছি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রহমান আরমান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।