ডিবি পরিচয়ে চাঁদাবাজি, খেলনা পিস্তলসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৯ মে ২০২৩

জয়পুরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) বেলা ১১টার দিকে শহরের বুলুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নওগাঁর ধামুরহাট উপজেলার গনেশপুর গ্রামের মো. সাহাদুলের ছেলে শাহিন আলম (২৪) ও জয়পুরহাট শহরের রেলবস্তির বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে শহরের বুলুপাড়া বাসিন্দা আজাহার আলীকে মাদক বিক্রেতা বলে ভয় দেখান তারা। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করলে তাদের তিন হাজার টাকা দেন। তাদের আচরণ সন্দেহজনক হলে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। সেখানে পুলিশের একটি টিম গিয়ে দুই প্রতারককে আটক করে। তাদের কাছ থেকে খেলনা পিস্তল ও পুলিশের জাল পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।