মেহেরপুর হাসপাতালে পাঁচ দালালের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৯ মে ২০২৩

সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে পাঁচ দালালকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন।

মঙ্গলবার (৯ মে) দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে সদর থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন মেহেরপুর জেলা শহরের গোরস্থানপাড়া এলাকার মো. মিন্টু আলীর স্ত্রী খাজুরা খাতুন (৩৬), সদর উপজেলার বাড়িবাকা গ্রামের ইজারুল ইসলামের স্ত্রী সুমি খাতুন (৩০), যাদবপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে জামাল উদ্দীন (৩৩), দিঘিরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৪) ও দিঘিরপাড়া গ্রামের আলাউদ্দীনের মেয়ে জেসমিন খাতুন (৩৩)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন বলেন, দণ্ডিতরা দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা গ্রামের রোগীদের ভুল বুঝিয়ে সরকারি সেবা থেকে বঞ্চিত করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশন বাণিজ্য করে করতেন। এতে রোগীদের সময়, অর্থ ও স্বাস্থ্যের হানি ঘটে।

তিনি বলেন, তাদের বারবার সতর্ক করার পরেও প্রতিনিয়ত এই অনৈতিক কাজ করে আসছিলেন। মঙ্গলবার তাদের আটক করে প্রত্যেককে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

আসিফ ইকবাল/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।