এসএসসি

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় কীটনাশক পান শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:১৪ এএম, ১০ মে ২০২৩
প্রতীকী ছবি

পঞ্চগড়ে গণিত পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি ফিরে কীটনাশক পান করে ইতি আক্তার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ইতি আক্তার উপজেলা সদরের বোদাপাড়া এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। সে সাতমেরা করতোয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গণিত পরীক্ষা শেষে মন খারাপ করে বাড়িতে ফেরে ইতি। পরীক্ষা ভালো না হওয়ায় মেয়ের মন খারাপ দেখে শান্তনা দেন বাবা-মা। এরপর ইতি তার ঘরে গিয়ে সবার অজান্তে কীটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়। তবে পথেই আশঙ্কাজনক অবস্থায় তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, ঘটনার পর ইতি আক্তারকে রংপুর মেডিকেলে নেওয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হলে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, গণিত পরীক্ষা ভালো না হওয়ার কারণেই এসএসসি পরীক্ষার্থী ইতি বিষপানে আত্মহত্যা করেছে।

সফিকুল আলম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।