বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো সুমাইয়া

চাঁদপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সুমাইয়া আক্তার নামের এক পরীক্ষার্থী। সে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।
বুধবার (১০ মে) সকালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দেয় সুমাইয়া।
এরআগে ভোর ৬টার দিকে সুমাইয়ার বাবা মিজান গাজী (৪৫) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মিজান গাজী মৈশাদী ইউনিয়নের গাজী বাড়ির মৃত হাছান গাজীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সুমাইয়া সবার ছোট।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
তিনি বলেন, সুমাইয়ার পরিবারের লোকজন জানিয়েছেন রাতেই মিজান গাজী অসুস্থ হয়ে পড়েন। ভোর ৬টার দিকে তিনি মারা যান। বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আনোয়ার হোসেন আরও বলেন, সামনের পরীক্ষাগুলো যাতে সুমাইয়া ভালোভাবে দিতে পারে এবং মানসিকভাবে ভেঙে না পড়ে সেজন্য আমরা তার পাশে আছি। ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি তার কোনো প্রয়োজন পড়ে তাহলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করবো।
নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম