জনগণকে ইউপি চেয়ারম্যান

‘অঙ্গীকার ভঙ্গ করলে আপনাদের জুতা আমার গাল’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১০ মে ২০২৩

ভিজিএফের চাল, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতাসহ ইউনিয়নের সব ধরনের সুযোগ-সুবিধার কথা নিজ খরচে মাইকিং করে ইউনিয়নবাসীকে জানিয়ে দেওয়া হবে। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম।

বুধবার (১০ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

jagonews24

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘প্রতি তিনমাস পরপর পরিষদের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সবার আয়োজন করা হবে। আমি যদি মুসলমান হই তাহলে আমার এ অঙ্গীকার ঠিক থাকবে। আর না হলে আপনাদের জুতা আর আমার গাল। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো। এখন থেকে পরিষদে সরকারি যা বরাদ্দ আসে সব মাইকিং করে ইউনিয়নবাসীকে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কত টাকা বরাদ্দ তাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। বরাদ্দ সুষ্ঠুভাবে সবার উপস্থিতিতে বন্টন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ ১৬ মাসের চেয়ারম্যানি অবস্থায় আপনাদের কাছে যেতে পারিনি। আপনাদের অনেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। তা যেন পূরণ করতে পারি। জানি না কতটুকু পারবো। আমার দাদা ও বাবা এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তারাও গরিবের হকে হাত দেননি। আমি সায়েমও হাত দেবো না।’

jagonews24

ইউনিয়নবাসীর উদ্দেশে চেয়ারম্যান সায়েম বলেন, ‘গরিবের হকে হাত দিয়েছি যদি কোনোদিন প্রমাণ করতে পারেন তাহলে আমি চেয়ারম্যানের চেয়ার ছেড়ে চলে যাবো। ভুল করলে আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চাইবো। পায়ে ধরতে আমার কোনো লজ্জা নাই। আমার বাবা যখন চেয়ারম্যান ছিলেন ভুল হলে আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়েছেন, আমিও ধরবো। লজ্জা কিসের?’

এসময় প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়নের হাজারও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।