চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৩৫ পিএম, ১২ মে ২০২৩
ফাইল ছবি

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এর প্রভাবে নৌপথের দুর্ঘটনা এড়াতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিইটিএ।

শুক্রবার রাতে (১২ মে) চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৮ নম্বর মহাবিপদ সংকেতের কারণে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি এ নদী বন্দরকে বামদিকে রেখে উপকূল অতিক্রম করবে।

চাঁদপুর নদীবন্দরের এ কর্মকর্তা বলেন, নদী পথের যাত্রীদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএর পরিচালকের নির্দেশে রাত ১০টা ১৫ মিনিট থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সব রুটের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

নজরুল ইসলাম আতিক/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।