হবিগঞ্জে হামলা-ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৩ মে ২০২৩
গ্রেফতার হয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান

হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) রাত সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক।

মামলা সূত্রে জানা যায়, ৩ মে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহনপুর এলাকার সাহেব আলীর সঙ্গে চেয়ারম্যান আব্দুল মন্নানের কথা কাটাকাটি হয়। এর জেরে সাহেব আলীর ওপর হামলা চালানো হয়। এতে সাহেব আলী ও তার ছেলে স্বপনসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বপন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ৭ মে সাহেব আলীর স্ত্রী রেবা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান ও সদস্য আহাদ মিয়াসহ ১৯ জনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ এনে সদর মডেল থানায় মামলা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জাগো নিউজকে বলেন, চেয়ারম্যান আব্দুল মন্নানসহ কয়েক জনের বিরুদ্ধে মোহনপুরে মামলা আছে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গোপায়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।