পিরোজপুরে দাখিল পরীক্ষার দুই কেন্দ্র বাতিল, সচিবকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৩ মে ২০২৩

পিরোজপুরের নাজিরপুরে দাখিল পরীক্ষার দায়িত্বে অবহেলা করায় দুই কেন্দ্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৩ মে) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ-সংক্রান্ত আদেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বাতিল হওয়া কেন্দ্র দুটি হলো উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুঝিলবুনিয়া ফাজিল মাদরাসা ভেন্যু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বুধবার (১০ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় সরকারি বঙ্গমাতা কেন্দ্রের সচিব মাওলানা আব্দুল মান্নানকে দায়িত্বে অবহেলার কারণে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ওই কেন্দ্র ও ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে।

পরবর্তী সব বিষয়ের পরীক্ষা থেকে এ আদেশ কার্যকর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) আহমেদ সাব্বির হোসেন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, পরবর্তী পরীক্ষা থেকে শিক্ষা বোর্ডের এ আদেশ কার্যকর করা হবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।