২৩ বছর পালিয়েও শেষরক্ষা হলো না যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আনিছের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৫ মে ২০২৩

প্রায় ২৩ বছর পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনিছুল হক আনিছকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। দীর্ঘদিন পলাতক থেকে তিনি সম্প্রতি গ্রামে আসলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ২০০০ সালে আনিছসহ সাতজন মিলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। ওই নারী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল ফেনী-২ এর তৎকালীন বিচারক সাত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

এর মধ্যে তিন আসামি দীর্ঘদিন কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন। পলাতক চার আসামির মধ্যে আনিছও একজন। মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন তিনি। এরইমধ্যে সৌদি আরবসহ কয়েকটি দেশে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে এসআই সায়েদুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই মামলায় দণ্ডিত আরও তিন আসামি এখনো পলাতক আছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, প্রায় ২৩ বছর পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনিছকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।