খাগড়াছড়িতে আগুনে পুড়লো ৬০ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৭ মে ২০২৩

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ৬০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ মে) দিনগত রাত ১টার দিকে লারমা স্কয়ারের সামনের বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

সুদীপ্তা স্টোরের মালিক অপরুপ চাকমা বলেন, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সবাই নিজ নিজ বাসায় চলে যান। মধ্যরাতে খবর পেয়ে গিয়ে দেখি সবকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যায় কয়েক কোটি টাকার মালামাল। এতে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন দোকান মালিকরা।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে দোকানগুলো পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মুজিবুর রহমান ভূঁইয়া/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।