দেওয়াল টপকে পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে কারাগারে ২ যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৭ মে ২০২৩
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেওয়াল টপকে এসএসসি পরীক্ষার্থীর কাছে নকল দিতে গিয়ে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ মে) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লহ বিন শফিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের আলম মিয়ার ছেলে বাঁধন মিয়া ও বামনহাজরা গ্রামের বাবর আলীর ছেলে ইসমাইল হোসেন।

এর আগে পরীক্ষা চলাকালে উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লহ বিন শফিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন।

এ বিষয়ে এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আমাদের অভিযান অব্যাহত আছে।

শামীম সরকার শাহীন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।