প্রশ্নের ছবি তুলে সমাধান সরবরাহ, পিয়নের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৭ মে ২০২৩

নোয়াখালী সদর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার একটি কেন্দ্রে প্রশ্নের ছবি তুলে বাইরে থেকে সমাধান সরবরাহ করার প্রমাণ পাওয়া গেছে নুর করিম (৩০) নামের এক অফিস সহকারীর বিরুদ্ধে। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে চর মটুয়া ইউনিয়নের পানামিয়া উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ-বিন-আখন্দ।

দণ্ডপ্রাপ্ত নুর করিম শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন)।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অফিস সহকারী নুর করিমকে টয়লেটে প্রশ্নোত্তর লিখতে দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য বিষয়টি ফোনে সদর উপজেলার এসিল্যান্ডকে জানান। তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন এসিল্যান্ড বায়েজীদ-বিন-আখন্দ। এসময় তল্লাশি করে নুর করিমের মোবাইল ফোনে আজকের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন এবং সমাধানসহ আগের সব নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল পরীক্ষার লিখিত উত্তর পাওয়া যায়। বিষয়টি তিনি নিজে স্বীকারও করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রশ্ন সরবরাহকারী সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিষ্কার করাসহ দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নুর করিম জানান, পরীক্ষার প্রশ্ন সরবরাহের পাঁচ মিনিটের মধ্যে তিনি ছবিগুলো তুলে থাকেন। পরে সেগুলো বাইরে থেকে সমাধান করে এনে নির্দিষ্ট পরীক্ষার্থীদের দিতেন।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড বায়েজীদ-বিন-আখন্দ জাগো নিউজকে বলেন, নুর করিমকে কারাগারে পাঠানো হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন এবং উত্তর সম্বলিত লিখিত কাগজটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।