নাটোরে মাছ চাষ করে সফল অরুন কুমার


প্রকাশিত: ০৩:৪০ এএম, ১০ মার্চ ২০১৬

নাটোর শহরতলীর বাসিন্দা অরুন কুমার ঘোষ। একটি বেসরকারি কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি শুরু করেন মাছ চাষ। মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে একটি ছোট পুকুরে মাছ চাষ শুরু করলেও বর্তমানে  তিনি প্রায় ১০০ বিঘা জমির আয়তনের পুকুরে মাছ চাষ করছেন। এই চাষে বর্তমানে তার বিনিয়োগ প্রায় ৩ কোটি টাকা।  

অরুন কুমার ঘোষ জানান, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে বসে না থেকে তিনি ১৯৯৮ সাল থেকে  মাছ চাষ শুরু করেন। প্রথমে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি দিয়ে একটি ছোট পুকুর লিজ নিয়ে তাতে শুরু করেন মাছ চাষ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একটি কলেজে অধ্যাপনার পাশাপাশি মাছ চাষে বিনিযোগ করতে শুরু করেন। গত ১৮  বছরে বেড়েছে তার আয়। বর্তমানে অরুন ঘোষ প্রায় ১০০ বিঘা আয়তনের কয়েকটি পুকুরে মাছ চাষ করেছেন। যাতে বিনিয়োগ করেছেন প্রায় তিন কোটি টাকা।

অরুন ঘোষ জানান, তার পুকুরে হেক্টর প্রতি মাছের উৎপাদন হচ্ছে প্রায় ১৬.৮  মে. টন।  মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন এবং সুষম খাবার সরবরাহের মাধ্যমে এই সফলতা লাভ করেন তিনি। বর্তানে অরুন কুমার ঘোষ ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে তাজা মাছ সরবরাহ করছেন। যেগুলো ১০০ ভাগ ফর্মালিন মুক্ত। ফলে ব্যবসায়ীরা আগ্রহ সহকারে তার মাছ কিনছেন। অরুন কুমারের সফলতা দেখে এ অঞ্চলের অনেকেই আগ্রহী হয়ে উঠছেন মাছ চাষে।  

এ বিষয়ে জেলা মৎস্য সম্পাদ অধিদফতরের উপ-পরিচালক রেজাউল ইসলাম বলেন, গুণগত মানসম্পন্ন পোনা মাছ নির্বাচন ও মাছ চাষে আধুনিক কলা-কৌশল ব্যবহারই অরুন কুমার ঘোষের সফলতার মূল কারণ। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই মাছ চাষে উৎসাহী হয়ে উঠেছেন।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।